পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে কাঁটা ছড়াচ্ছে, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা :- মাঘ মাসে বসন্তের ছোঁয়া। হালকা ঠান্ডার আস্তরণে মোড়া বঙ্গের আবহাওয়া। ক্যালেন্ডার অনুসারে শীতকাল শেষ হতে এখনও দেরি রয়েছে। তা সত্ত্বেও শীতের কোনও লক্ষণ নেই। গরম জামাকাপড় গায়ে দিলে আরামের বদলে অস্বস্তি হচ্ছে। রোদে বেরলে গায়ে হালকা ঘাম জমছে। সব মিলিয়ে ঠান্ডা-গরমের মিশ্র আবহাওয়া রাজ্যজুড়ে।

তবে উত্তরবঙ্গে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাতও।
বৃহস্পতিবার দিনের আকাশ ভোরে ঘন কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হবে। আজ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি ও ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। ফলে মনে হচ্ছে শীত যেন একটু তাড়াতাড়ি পাততাড়ি গোটানোর পরিকল্পনা করছে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের বিদায়ের সময় এখনও আসেনি। পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে কাঁটা ছড়াচ্ছে ৷ তবে শীঘ্রই শীত প্রত্যাবর্তন করবে ৷
বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধুমুখী হতে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ২ ডিগ্রির বেশি বেড়েছে। ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস আবহাওয়াবিদদের। ১৭ ডিগ্রিত ছুঁতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ায় বাধা পড়ছে। শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে উত্তুরে হাওয়া বইবে বঙ্গে। তখন তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি কুয়াশার দাপট বাড়তে শুরু করেছে। উত্তরবঙ্গে আগামী দু’দিন মালদা, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা। আগামিকাল ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।
উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার সম্ভাবনা বেশি উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। আজ ২৩ জানুয়ারি, দক্ষিণবঙ্গের ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারও ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*