অবৈধভাবে অভিবাসীদের ভারতে ফেরাতে চলেছে ট্রাম্প সরকার, পদক্ষেপকে স্বাগত নয়াদিল্লির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরাতে চলেছে ট্রাম্প সরকার। অবৈধ অভিবাসন নিয়ে আমেরিকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মোদি সরকার। নতুন ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে প্রথম বৈঠকে অবৈধ অভিবাসনের বিষয়টি তুলে ধরে। এই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “নয়াদিল্লি আমেরিকা-সহ অন্য যেকোনও দেশে অবৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে রাজি রয়েছে। যদি তারা সত্যিকারের ভারতীয় নাগরিক হয় তবেই ৷”

ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পরই সেদেশের সরকার অবৈধভাবে অভিবাসন নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের অংশ হিসাবে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী প্রায় ১৮ হাজার ভারতীয়কে ইতিমধ্যেই চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। যাঁদের কাছে সেদেশে থাকার বৈধ নথিপত্র নেই। তাই ওইসব অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কথা ভাবা হচ্ছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী এই ১৮ হাজার ভারতীয়দের মধ্যে বেশিরভাগই পঞ্জাব এবং গুজরাতের বাসিন্দা। সংখ্যাটি আরও বাড়তে পারে। কারণ ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ২০২৩ সালের রিপোর্ট অনুসারে, ২০২২ সাল পর্যন্ত ২.২ লক্ষ ভারতীয় অভিবাসী অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*