রোজদিন ডেস্ক, কলকাতা:-আগেই দল থেকে সাসপেন্ড হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এবার মেডিক্যাল কাউন্সিলের সরকারের প্রতিনিধি থেকেও সরিয়ে দেওয়া হল শান্তুনুকে।
এতদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এবার সেই পদ থেকে তাঁকে সরিয়ে নতুন প্রতিনিধি করা হয়েছে অসীম সরকারকে।
‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিতে সমর্থন ছিল শান্তনুর। চিকিৎসক নেতার স্ত্রীকেও দেখা যায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে। হাসপাতাল প্রশাসনের অন্দরে ‘দুর্নীতি’র অভিযোগ তুলেছিলেন চিকিৎসক নেতা। আরজি কর কাণ্ডের পর থেকেই শান্তনুর সঙ্গে দলের সমীকরণ নিয়ে জলঘোলা শুরু হয়। তাঁর একের পর পর এক মন্তব্যে বিতর্ক দানা বাঁধে। শেষ পর্যন্ত দলের মুখপাত্রের পদ থেকে সরানো হয় শান্তনুকে। এরপর সম্প্রতি দলবিরোধী কাজের জন্য তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। এর সপ্তাহ দুয়েকের মধ্যেই এবার মেডিক্যাল কাউন্সিলের সরকারের প্রতিনিধি পদ থেকেও সরিয়ে দেওয়া হল তাঁকে।
Be the first to comment