রোজদিন ডেস্ক, কলকাতা:- জেল হেফাজতে বাঘাযতীনে বহুতল বিপর্য কাণ্ডে অভিযুক্ত প্রোমোটার সুভাষ রায়ের। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত অভিযুক্ত প্রোমোটার সুভাষ রায়কে জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এদিন পুলিশ নিজেদের হেফাজতে অভিযুক্ত প্রোমোটারকে নেওয়ার আর্জি করলেও, আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিন কলকাতা মিউনিসিপ্যাল কোর্ট ছুটি থাকার কারণে অভিযুক্তকে আলিপুর সিজেএম আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, ১৭ জানুয়ারি কলকাতা মিউনিসিপ্যাল আদালত অভিযুক্ত প্রোমোটারকে পেশ করা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর ২০ জানুয়ারি ফের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় কলকাতা মিউনিসিপ্যাল আদালত। তারপর আজ আলিপুর সিজেএম আদালত জেল হেফাজতের নির্দেশ দিল।
Be the first to comment