রোজদিন ডেস্ক, কলকাতা :- ১০০ ঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদা ডানকুনি শাখার ট্রেন চলাচল। রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত ১২টা থেকে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ থাকবে। বন্ধ লোকাল এবং দূরপাল্লার ট্রেনও। বালি ব্রিজ থেকে বালি হল্ট পর্যন্ত রেলওয়ে লাইন মেরামতি ও বালি ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত।সূত্রের খবর, শিয়ালদহ-ডানকুনি শাখায় বালিঘাট এবং বালিহল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর প্রায় ৯৫ বছরের পুরনো গার্ডার বদল করা হবে। তার জেরেই আগামী সোমবার ভোর চারটে পর্যন্ত টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকছে। বাতিল থাকবে ২২ জোড়া লোকাল ট্রেন। ডানকুনি দিয়ে চলা একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেসকে কাজ চলাকালীন নৈহাটি-ব্যান্ডেল শাখা দিয়ে চালানো হবে।
Be the first to comment