রোজদিন ডেস্ক, কলকাতা :- আরজি কর মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাজ্যের পর এবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে সিবিআই। এনিয়ে উচ্চ আদালতে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার হাইকোর্ট এই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিয়েছে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলাটির শুনানির কথা রয়েছে।
আরজি কর কাণ্ডে প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে বিচারপ্রক্রিয়া চলেছে শিয়ালদা আদালতে। আদালত অবশেষে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। একই দাবিতে আদালতে গিয়েছে সিবিআইও। এমনকি রাজ্যের এই মামলায় আবেদন করা নিয়েও প্রশ্ন তোলে সিবিআই। রাজ্যের আদৌ কোনও এক্তিয়ার আছে কিনা এই মামলায় কোনও আবেদন করার, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগাস্ট। আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য তথা দেশ। আন্দোলন শুধু দেশের মাটিতেই নয়, ছড়িয়ে পড়েছিল বিশ্বে। ন্যায়বিচারের দাবিতে পথে নামেন জুনিয়ার ডাক্তার সহ সাধারণ মানুষ। সবার একটাই দাবি ছিল, তরুণী চিকিৎসকের এই পরিণতির জন্য যে বা যারা দায়ী, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি হোক। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তবে এই প্রশ্নও বারবার উঠছিল এই ঘটনায় শুধু একজন থাকতে পারে? এই ঘটনাকে কেন্দ্র করে মেডিকেলে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ সামনে আসে। আরজি করের বিচার চেয়ে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামেন জুনিয়ার ডাক্তাররা। এই ঘটনায় সম্প্রতি সাজা শুনিয়েছে শিয়ালদা আদালত। এই মামলায় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনানো হয়। তবে সঞ্জয়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য এবং সিবিআই। জানা গিয়েছে, সোমবার রাজ্যের আবেদনের পাশাপাশি সিবিআইয়ের করা আবেদনেরও শুনানি হতে পারে।
Be the first to comment