৭৬তম সাধারণতন্ত্র দিবসে ‘শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়ে তোলার আবেদন’ মোদির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- ১৯৫০ সালে সংবিধান গৃহীত হওয়া এবং দেশের সাধারণতন্ত্র দিবস উদযাপনের শুরু৷ রবিবার, ২৬ জানুয়ারি ভারত তার ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে৷ এই দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐক্যের চেতনাকে প্রতিফলিত হয়৷ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোকে এই বছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীও নয়াদিল্লির কার্তব্য পথে অনুষ্ঠিত কুচকাওয়াজে আজ অংশগ্রহণ করবে৷ এই জমকালো উৎসব দেখার জন্য প্রায় ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণতন্ত্র দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স- হ্যান্ডেলের একটি পোস্টে তিনি সংবিধানের স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্যের প্রতি তাদের অবদানের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “এই উপলক্ষটি আমাদের সংবিধানের আদর্শ সংরক্ষণ এবং একটি শক্তিশালী, সমৃদ্ধ ভারত গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টাকে আরও জোরদার করুক৷” প্রধানমন্ত্রী নাগরিকদের সাংবিধানিক মূল্যবোধ এবং জাতীয় অগ্রগতি ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশজুড়েই বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ দেশের রাজধানী শহর দিল্লিতে ৭০ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, রয়েছে ৭০ কোম্পানি আধাসেনাও৷ এই বিশেষ দিন উপলক্ষে সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে৷
সাধারণতন্ত্র দিবসে কলকাতার বিভিন্ন প্রান্তেও শুরু হয়েছে নাকা চেকিং৷ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন৷ প্রতি বছরের মতো এ বারও কলকাতার রেড রোডে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে৷ আজ সকাল থেকেই কলকাতার একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল৷ শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রায় আড়াই হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*