গ্রাম উন্নয়নে ৪৪ হাজার কোটি টাকারই অনুমোদন রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্য বাজেটে গ্রামের উন্নয়নের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছিল ৪৪ হাজার ১৩৯ কোটি ৬৫ লক্ষ টাকা, বৃহস্পতিবার সেই অনুমোদনের সবটাই বিধানসভায় মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। তার মধ্যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগে বড় প্রকল্পের জন্য মঞ্জুর করা হয়েছে ২ হাজার ৮২২ কোটি ৭ লক্ষ ৮০ হাজার টাকা।

বৃহস্পতিবার বিধানসভায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘গ্রামীণ অর্থনীতিতে আমরা পিছিয়ে রয়েছি। পরিসংখ্যান বলে দেশের মধ্যে আমরা ১৩ নম্বরে। আমাদের গ্রামে জনপ্রতি খরচের ক্ষমতা ১২ টাকা।’ অধিবেশনে বিজেপি বিধায়কদের অনুপস্থিতি নিয়েও শাসকদলের দিকে আঙুল তুলেছেন তিনি। অভিযোগ, রাজ্যের শাসক ‘বিমাতৃসুলভ’ আচরণ করছে। এরপরই তাঁর বক্তব্যের জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেছেন। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির ‘স্বপ্নভঙ্গ’ হওয়ার ফলে পরবর্তী কালে গ্রামোন্নয়ন এবং অন্যান্য দফতরকে কেন্দ্র সহায়তা বন্ধ করেছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও যে ভাবে রাজ্য অর্থ জোগাড় করে কাজ করছে, তা অকল্পনীয়। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। নাম না করে তিনি সমালোচনা করেন বিজেপির। তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী নিজের টাকায় ১২ লক্ষ আবাস করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী দলের জন্য কাজ করেন না, সকলের জন্য কাজ করেন।
প্রসঙ্গত, ২০২৬ সালের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়নের জন্যই। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি রাজ্যে ১২টি আসনে জয়ী হয়েছিল। যেখানে ২০১৯ সালে এ রাজ্যে ১৮টি আসনে জয়ী হয়েছিল তারা। পর্যালোচনায় দেখা গিয়েছে, তৃণমূল সাফল্য পেয়েছে গ্রামীণ বাংলায়। শহরে আশানুরূপ ফল হয়নি। রাজ্যের একাধিক পুরসভা এলাকায় তৃণমূল পিছিয়ে রয়েছে। কলকাতা শহরে ৪০টির বেশি ওয়ার্ডে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোলের মতো শহরগুলিতেও এক ছবি। উল্লেখ্য, ২৯৪টি আসনের মধ্যে ১৭০ থেকে ১৮০টি বিধানসভা আসনে গ্রামাঞ্চলের ভোটের উপরই নির্ভরশীল। আর ২৪ সালের ভোট দেখে শাসকদল বুঝতে পেরেছে, গ্রামে যদি সরকারের কাজ তুলে ধরা যায় এবং সংগঠনে মনোনিবেশ করা যায়, তা হলে ২০২৬ সালের ভোটে গ্রামের ভোট তাদের ঝুলিতে পড়তে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*