
রোজদিন ডেস্ক, কলকাতা:- রংয়ের উৎসব পালিত হচ্ছে সর্বত্র। দেশজুড়ে পালিত হচ্ছে হোলি। শুক্রবার দোল উৎসব পালন হচ্ছে গোটা রাজ্যজুড়ে। রংয়ের উৎসবে সবাইকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
आप सभी को होली की ढेरों शुभकामनाएं। हर्ष और उल्लास से भरा यह पावन-पर्व हर किसी के जीवन में नई उमंग और ऊर्जा का संचार करने के साथ ही देशवासियों की एकता के रंग को और प्रगाढ़ करे, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) March 13, 2025
প্রধানমন্ত্রী তাঁরা এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দে ভরা এই উৎসব সকলের জীবনে নতুন উৎসাহ ও শক্তি সঞ্চার করবে। দেশবাসীর মধ্যে ঐক্যের রং সঞ্চালিত করবে।’
“নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল…”
সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রঙে রাঙিয়ে উঠুক, বাংলায় মানুষে মানুষে যে ভালোবাসার বন্ধন তা আরো সুদৃঢ় হোক – আজকের এই শুভদিনে এই প্রার্থনাই… pic.twitter.com/qgLMlULemh
— Mamata Banerjee (@MamataOfficial) March 14, 2025
অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, ‘সকলকে জানাই দোলযাত্রা ও হোলির আন্তরিক শুভনন্দন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, বাংলার প্রতিটি মানুষের জীবন শান্তি-সম্প্রীতি-ভালোবাসার রংয়ে রাঙিয়ে উঠুক, বাংলায় মানুষে মানুষে যে ভালোবাসার বন্ধন তা আরও সুদৃঢ় হোক–আজকের এই শুভদিনে এই প্রার্থনাই করি।’
এদিন গোটা রাজ্যে দোল উৎসব পালন করা হচ্ছে। আগামীকাল দেশজুড়ে পালিত হবে হোলি। দোল উপলক্ষ্যে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় হয় ঐতিহ্যবাহী বোলপুরে। পাশাপাশি, নবদ্বীপ, মায়াপুরের ইসকন মন্দিরেও পালিত হচ্ছে দোল উৎসব।
Be the first to comment