একদিনের সিরিজে ঐতিহাসিক জয় পাওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে আজ জো’বার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। আজ ভারতীয় দলে বেশ কয়েকটি বদল হয়েছে। অভিজ্ঞ বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না দীর্ঘদিন পরে দলে ফিরেছেন। মণীশ পাণ্ডে, জয়দেব উনাদকাটকেও দলে রাখা হয়েছে। শেষ একদিনের ম্যাচে আঙুলে চোট পাওয়ায় এই ম্যাচে খেলছেন না কুলদীপ যাদব। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলে চোটের জন্য খেলছেন না এবি ডেভিলিয়ার্স। অভিষেক হতে চলেছে উইকেটকিপার ব্যাটসম্যান হেনরইচ ক্লাসেন।
নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দল ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে। উল্লেখযোগ্য ভাবে আজ দুর্দান্ত ব্যাট করেছেন ওপেনার শিখর ধাওয়ান। তিনি ৩৯ বলে ১০টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৭২ রান করেন। মূলত তার জন্যই এদিন ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস গড়ে। এছাড়াও রোহিত (২১), রায়না (১৫), কোহলি (২৬) ধোনি (১৬), এদের ছোট ছোট অবদান রয়েছে। অপরাজিত থাকেন মণীশ পাণ্ডে ২৯ রানে এবং হার্দিক পান্ডিয়া ১৩ রানে।
Be the first to comment