মঙ্গলবার অগ্নি-২-র সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। এদিন ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে ২ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো। উল্লেখ্য, এই ইন্টারমিডিয়েট রেঞ্চ ব্যালেস্টিক মিসাইল ইতিমধ্যেই সশস্ত্র বাহিনীর অন্তর্ভূক্ত হয়েছে। এদিন পরীক্ষামূলক উৎক্ষেপণের কাজ পরিচালনা করেছে সেনা স্ট্র্যাটেজিক ফোর্সেস কম্যান্ড। লজিস্টিক সহায়তা দিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
প্রসঙ্গত, ২০ মিটার লম্বা অগ্নি ২ ক্ষেপনাস্ত্রের ওজন ১৭ টন এবং তা ১০০০ কেজি ওজনের অস্ত্র ২ হাজার কিলোমিটার পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে।
Be the first to comment