জামশেদজি নওসরজি টাটা
জন্মঃ ৩ মার্চ ১৮৩৯- ১৯ মে ১৯০৪
তিনি একজন বিখ্যাত শিল্পপতি। যিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
===============================================================================
শঙ্কর মহাদেবন
জন্মঃ ৩ মার্চ, ১৯৬৭
তিনি একজন জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী ও সুরকার। তিনি তামিল চলচ্চিত্রের একজন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী এবং শঙ্কর এহসান লয় ত্রয়ীর সদস্য হিসেবে বলিউডের চলচ্চিত্রের জন্যও সঙ্গীত রচনা করে থাকেন। তিনি ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরের চেম্বুর নামের শহরতলীতে এক তামিল পরিবারে জন্মগ্রহণ করেন।
রকফোর্ড, ভোপাল এক্সপ্রেস, সোল, মিশন কাশ্মীর, দিল্লাগি, দিল চাহতা হ্যায়, আরমান, কুছ না কাহো, ফির মিলেঙ্গে, দশ, হে বেবি, তারে জামিন পার, জনি গাদ্দার, ইত্যাদি বহু ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
================================================================================
শ্রদ্ধা কাপুর
জন্মঃ মার্চ ৩, ১৯৮৯
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং গায়িকা যিনি মূলত বলিউড ছবিতে কাজ করেন। তিনি অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। তিনি ২০১০ সালে টীন পাটি চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত ভূমিকায় প্রথম অভিনয় করেন এবং পরবর্তীতে ২০১১ সালে লাভ কা দ্য এন্ড চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন।
তিনি আশিকি ২ ছবিতে বিশেষ প্রশংসিত হন। এছাড়াি এক ভিলেন, হায়দার ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment