রাজ্য সরকারের উদ্যোগে রাজারহাটে ১০০ একর জমির ওপর গড়ে উঠবে ‘সিলিকন ভ্যালি এশিয়া’।
বীরভূমে জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী হিডকোর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, ‘রাজারহাটে আমরা সিলিকন ভ্যালির একটি রেপ্লিকা করব বলে ঠিক করেছিলাম৷ পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে৷ ১০০ একর জমি আছে৷ এটা তৈরী হলে, লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে৷ তথ্যপ্রযুক্তিতে স্বর্ণযুগ আসবে৷ এই আইডিয়াটা নতুন, তাই সকলেই উৎসাহী হবেন৷ অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে ওটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দিন৷ আপনি, পৌর ও নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং মুখ্যসচিব বসুন৷ খুব ভালো একটা ডিজাইন করতে হবে৷’
জানা যায় খুব শীঘ্রই সম্পন্ন হবে এর কাজ।
Be the first to comment