নির্মলেন্দু কুণ্ডুঃ
পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে আসিফ৷ওদের মধ্যে আর হাত বিশেক তফাত৷ওর সামনে রাজীব খান্ডেওয়াল,দেশের প্রতিরক্ষামন্ত্রী৷অল্পবয়সী,শিক্ষিত, মন্ত্রীকুলে প্রহ্লাদ বলা হয় তাঁকে৷রীতিমতো দরদ দিয়ে কাজটা করেন৷প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নাম কামিয়েছেন৷প্রতিবেশী রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক জুড়তে চায় দেশ৷কিন্তু তাতে বাগড়া দিচ্ছে কিছু উগ্রবাদী গোষ্ঠী৷আর ওদের মদতেই সীমান্তে ঘটছে নানা নাশকতা৷এই মাহেন্দ্রক্ষণে সেসব নাশকতাকে শক্ত হাতে সামলিয়েছেন রাজীব৷ওঁর ভূমিকা গোটা বিশ্বে সমাদর পাচ্ছে৷এরকম মানুষ যেকোন দেশবাসীর কাছেই আইডল হতে বাধ্য৷টুইটারে ৪.২ মিলিয়ন ফলোয়ার সে কথাই প্রমাণ করে৷আসিফও তাঁর অন্যতম গুণমুগ্ধ৷
আসিফ ইকবাল,বারামুলার সাধারণ কৃষক পরিবারের ছেলে,ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেবে৷বদলে দেবে কাশ্মীরী মুসলিমদের নিয়ে সারা দেশের মনে চেপে বসা একটা ভুল ধারনা৷একদিন হঠাৎ কিছু উর্দিধারী জওয়ান এসে ঘিরে ফেলে আসিফের বাড়ি৷চালায় এলোপাথাড়ি গুলি৷শেষ হয়ে যায় গোটা পরিবার৷আসিফ তখন বাইরে৷পরদিন রাতেই কয়েকজন ভিন গ্রামের মানুষের সাথে বাড়ি ছেড়ে চলে যেতে দেখা যায় তাকে৷
সেই আসিফ আজ রাজীব খান্ডেওয়ালের সামনে৷তার আইডলের গলায় মালা পরাতে এসেছে সে৷লোকসভা নির্বাচনের আগে এক জনসভা করতে তিনি এসেছেন কাশ্মীরে৷সেখানেই মঞ্চে উঠে এসেছে আসিফ হাতে মালা নিয়ে৷তিনিও হাসিমুখে এগিয়ে গেছেন আসিফের দিকে৷
হঠাৎ….
দুম……………
সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে পড়ল ব্রেকিং নিউজ…………
Be the first to comment