রিপোর্টারঃ (রফিকুল জমাদার)
এবার টি বোর্ডের বঞ্চনা নিয়ে সরব হবে রাজ্য-
১. বাংলার সঙ্গে অসহযোগিতা করে কেন অন্য রাজ্যকে সহযোগিতা করা হচ্ছে? তাই নিয়েই টি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন রাজ্যের আধিকারিকরা।
২. মে মাসের দ্বিতীয় সপ্তাহে চা মালিকদের সঙ্গে আলোচনা করবে এই কমিটি। সেখানে অভিন্ন নীতি নিয়ে আলোচনা হবে। শ্রমিকদের পাওনা ও বাড়তি সুবিধার বিষয়টা আলোচনায় উঠে আসবে।
৩. প্রতিটি চা বাগানে রেশন দোকান ও গোডাউন করে দেওয়া হচ্ছে।
৪. ইতিমধ্যেই ১০টি দফতর একসঙ্গে বসে চা বাগানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছে।
৫. টি ট্যুরিজম নিয়েও আলোচনা করা হয়েছে। ৩টি চা বাগানে ইকো ট্যূরিজমের বিষয়ে কথা এগোচ্ছে।
৬. চা বাগানে হিন্দি স্কুল করারও পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই দাবি উঠে আসছে।
Be the first to comment