মাস দুয়েক আগে গাজিয়াবাদের মুরাদনগরে গঙ্গার খাল থেকে উদ্ধার হয়েছিল দু’টি দেহ। এই খুনের ঘটনায় জড়িত থাকার কারণে শুক্রবার সকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম সৌরভ সিং। নয়ডার ৪৮ নম্বর সেক্টরের কাশ্যপ কলোনির বাসিন্দা সৌরভ। নয়ডার সিটি সেন্টার মেট্রোর সামনে থেকে শুক্রবার বছর ২৫-এর এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ভালো করে সেলফি তোলার জন্য নিজের দুই বন্ধুকে জোর করে ওই খালে নিয়ে যায় সৌরভ। কিন্তু তাঁর আসল উদ্দেশ্য ছিল অন্য। দুই বন্ধুর মধ্যে নাগেন্দ্র চৌহান (৩৮) নামের ব্যক্তিকে খুন করতে চেয়েছিল সৌরভ। পুলিশ জানিয়েছে, সৌরভের বোনের বিষয়ে কটূক্তি করেছিল নাগেন্দ্র। এ ছাড়াও তাঁর থেকে ৫ লাখ টাকা ধার করেছিল সৌরভ। মারা গেলে সেই টাকা আর ফেরত দেওয়ার ব্যাপার ছিল না। পুলিশ জানিয়েছে, এই দুই কারণেই ওই ব্যক্তিকে খুন করতে চেয়েছিল সৌরভ সিং। কিন্তু আরেক বন্ধু ভানু প্রতাপকে (৫০) কিন্তু খুন করার কোনও উদ্দেশ্য ছিল না সৌরভের। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচাতে পারেনি সৌরভ।
পুলিশ জানিয়েছে, জুন মাসের ২৩ তারিখ ঘটেছিল এই ঘটনা। সেইদিন সৌরভ, নাগেন্দ্র এবং ভানু তিনজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। কিন্তু সৌরভ ইচ্ছে করেই তাঁর বাকি দুই বন্ধুকে বেশি করে মদ খাইয়েছিলেন যাতে নাগেন্দ্রকে খুন করতে তাঁর সুবিধা হয়। পুলিশের চোখে গোটা বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট বলেই চালাতে চেয়েছিলেন বছর পঁচিশের যুবক সৌরভ সিং। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে ঘটনার প্রায় দু’মাসের মাথায় পাকড়াও হলো অপরাধী। পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) এবং ১২০ (অপরাধমূলক ষড়যন্ত্র) এই দুই ধারায় মামলা রুজু হয়েছে সৌরভের বিরুদ্ধে।
Be the first to comment