মহাকাশ বিজ্ঞান নিয়ে রচনা লিখে সাফল্য। সর্বভারতীয় প্রতিযোগিতায় সফল হয়ে মিলল নাসায় যাওয়ার ছাড়পত্র। চলতি বছরের নভেম্বরে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আট পড়ুয়া।
মহাকাশ বিজ্ঞান নিয়ে কতটা আগ্রহ রয়েছে পড়ুয়াদের মধ্যে? তা যাচাই করতেই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থা। সারা দেশ থেকে সাড়াও মিলেছিল প্রচুর। আর এতেই সাফল্য এল এরাজ্যের। শিলিগুড়ি ও বালুরঘাটের দুই স্কুলের নয় পড়ুয়া এবার যাচ্ছে নাসায়। এরমধ্যে বালুরঘাটের একটি ইংরেজি মাধ্যম স্কুলেরই রয়েছে আট পড়ুয়া। স্বপ্ন সফল হওয়ায় খুশি তাঁরা।
মহাকাশ বিজ্ঞান নিয়ে রচনা প্রতিযোগিতায় সারা দেশ থেকে-
-প্রায় ৩ হাজার পড়ুয়া অংশ নিয়েছিল -সফল হয় ২৭৯ জন পড়ুয়া -কৃতিদের মধ্যে রয়েছে বালুরঘাটের ৮ পড়ুয়া -১০ নভেম্বর নাসায় যাচ্ছে তারা -সেখানে মহাকাশ গবেষণা নিয়ে কনফারেন্সে যোগ দেবে তারা
স্কুলের সাফল্যে আনন্দিত প্রিন্সিপালও।
মহাকাশ বিজ্ঞানে একের পর এক সাফল্য আসছে ইসরোর ঝুলিতে। এরইমধ্যে এদেশের পড়ুয়াদের নাসায় যাওয়ার আমন্ত্রণ মহাকাশ বিজ্ঞান সম্পর্কে তাদের আরও আগ্রহী করে তুলবে।
Be the first to comment