শহরে ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবারের ব্যস্ত সকালে আগুন লাগল রাজারহাটের লাঙলপোতায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ আগুন লাগে রাজারহাটের লাঙলপোতায় একটি খেলনার গোডাউনে। সেই গোডাউনের আশেপাশে আরও অনেক গোডাউন ছিল। আগুন লাগতে দেখে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তাই দমকল আসার আগেই সময় নষ্ট না করে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।
কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। পৌঁছায় স্থানীয় থানার পুলিশও। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু তারপরেও গোডাউনের ভেতর থেকে কিছু কিছু জায়গায় আগুনের ফুলকি দেখা যাচ্ছে। আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছেন দমকলের কর্মীরা। ঠিক কী করে আগুন লাগল তা এখনও বোঝা যাচ্ছে না।
দমকল সূত্রে খবর, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট হওয়ার পর খেলনা তৈরির সরঞ্জামে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গোডাউনে সিকিউরিটি গার্ড থাকা সত্বেও আগুন লাগার খবর তাঁরাই প্রথম দমকলে দিয়েছিলেন। ফলে এই আগুন লাগার ঘটনা অন্তর্ঘাত কি না তা খতিয়ে দেখার জন্য গোডাউনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Be the first to comment