গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক, ট্র্যাফিক পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলো যুবক

Spread the love

হয় এক যুবকের। কিন্তু সেখানে উপস্থিত এক ট্র্যাফিক পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যুবক।

ঘটনাটি মহারাষ্ট্রের থানের। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর বুধবার দুপুরে নিখিল তাম্বোলে নামে ২৩ বছরের এক যুবক নিজের গাড়ি চালিয়ে পাডঘা থেকে থানের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বাবা। জানা গিয়েছে দুপুর সাড়ে ১২ নাগাদ খাড়িগাঁও টোল প্লাজার সামনে পৌঁছানোর পরেই হার্ট অ্যাটাক হয় তাঁর।

সেখানে কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবল ৩৫ বছরের পান্ধারিনাথ মুন্ডে ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে মুন্ডে ওই যুবককে পিছনের আসনে বাবার সঙ্গে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে রওনা দেন হাসপাতালের উদ্দেশে। থানের জুপিটার হাসপাতালে নিখিলকে নিয়ে আসেন তিনি। সেখানেই তাঁকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে খবর, আর কিছুক্ষণ দেরি হলে বাঁচানো যেত না ওই যুবককে। কিন্তু যেরকম উপস্থিত বুদ্ধি দেখিয়ে কর্তব্যরত ট্র্যাফিক কনস্টেবল মুন্ডে নিখিলকে হাসপাতালে নিয়ে এসেছেন তার প্রশংসা করেন ডাক্তাররা। মুন্ডের তৎপরতার প্রশংসা করেছেন মহারাষ্ট্রের ডিসিপি ট্র্যাফিক অমিত কালেও।

মহারাষ্ট্র পুলিশের বার্ষিক অনুষ্ঠানে পুরস্কারের জন্য কনস্টেবল পান্ধারিনাথ মুন্ডের নাম প্রস্তাব করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে আপাতত নিখিলের অবস্থা স্থিতিশীল। তবে আরও কিছুদিন তাঁকে ডাক্তারদের পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*