নামকরণ করা তাঁর সহজাত। সরকারি প্রকল্পের নাম কন্যাশ্রী, যুবশ্রী থেকে সবুজ সাথী এসবই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। কখনও উড়াল পুলের নাম রেখেছেন ‘মা’। কখনও আবার জঙ্গলমহলে কোনও সেতুর নাম দিয়েছেন ‘জঙ্গলকন্যা।’ সরকারি সচিবালয়ের নাম ‘নবান্ন’ কিংবা নবান্নর কোলে ‘উপান্ন’-ও মুখ্যমন্ত্রীরই সৃষ্টি। এ বার বাঘের বাচ্চাদের নামকরণও করে দিলেন দিদিমণি।
গত ১৯ মে উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে তিনটি ছানার জন্ম দেয় রয়্যাল বেঙ্গল টাইগার ‘শীলা।’ শুক্রবার ‘স্নেহাশিস’ এবং ‘শীলা’র তিন সন্তানের নামকরণ করলেন মমতা। ওই তিনটি বাঘের বাচ্চার নাম রাখা হয়েছে ‘কিকা, রিকা, ইকা।’ নামকরণের ফাইলও পৌঁছে গিয়েছে অরণ্য ভবনে।
এই তিনটি ছানার মধ্যে আবার একটি সাদা। বাকি দুটি হলুদ-কালো ডোরা কাটা।
প্রসঙ্গত, ২৮ অগস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে অসমের জাতীয় নাগরিক পঞ্জিকরণ ইস্যুতে বিজেপি-কে উদ্দেশ করে মমতা বলেছিলেন, “বাংলায় হাত দিয়ে দেখাও না। এখানে আমরা সব বাঘের বাচ্চারা বসে আছি।” কিন্তু সে তো রাজনীতির কথা। এ দিন সত্যি সত্যি বাঘের বাচ্চাদের নামকরণ করে দিলেন তিনি।
Be the first to comment