প্রতীকী ছবি,
শুক্রবার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিলেন । শনিবার ঘর থেকে মিলল জামাই, এক শ্যালক ও শ্যালিকার দেহ। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের আরও তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের নডিহাতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ণিয়া বাঁধ এলাকায় ছেলে, ছোট মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন রথু গোপ। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। শুক্রবার মেয়ে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। রাতে খাওয়া-দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলেন সবাই। কিন্তু আজ সকালে পড়শিরা তাঁদের সাড়া না পাওয়ায় প্রথমে ডাকাডাকি শুরু করেন। পরে দরজা ভেঙে ঢুকে অচৈতন্য অবস্থায় ছজনকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রথুবাবুর জামাই বিকাশ গোপ (২৮), ছোট মেয়ে রুম্পা গোপ (১৩) ও ছেলে রঞ্জিত গোপকে (১২) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে রথুবাবু, তাঁর স্ত্রী মঞ্জ ও বড় মেয়ে টুম্পার।
পুলিশের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটতে পারে। তাই বাড়ি থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
Be the first to comment