নদীর পাড় থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে চোরবাজারে। অনেক দিন ধরেই এই অভিযোগ জমা পড়ছিল কোতোয়ালি থানায়। এ বার পুলিশে সঙ্গে পাংগা নদীর তীরে অভিযান চালালেন ভূমি ও ভূমিরাজস্ব দফতরের আধিকারিকরাও। বাজেয়াপ্ত হল বালি ভর্তি একটি ট্র্যাকটর।
স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় অনেক প্রভাবশালী ব্যক্তিদেরও বেড রয়েছে। নদী বেড থেকে বালি তুলে গাড়ি প্রতি টাকা দিয়ে সেটা বিক্রি হয়ে যায় বাজারে। এলাকার বাসিন্দারাও পয়সার জন্য ওই কাজে জড়িত।
এলাকারই এক বাসিন্দা আসরাফুল আলম নামে এক শ্রমিক বলেছেন, ‘‘এখান থেকে বালি তুলে নিয়ে গিয়ে আমরা ৫০০ টাকা (প্রতি ট্র্যাকটর) দরে বিক্রি করে থাকি। পেটের দায়ে এই কাজ করি।’’
পুলিশের সন্দেহ, এলাকারই অনেক নামী লোকের হাত রয়েছে এই পাচারের কাজে। টাকার লোভ দেখিয়ে গরীব শ্রমিকদের দিয়ে বালি তুলে পাচারের কাজ চলে। আগেও বহুবার অভিযান চালানো হয়েছে পাংগার তীরে। ধরপাকড়ে পাচার বন্ধ হলেও ফের একই কাজ শুরু হয়ে গেছে।
একটি ট্র্যাকটরের মালিকের কথায়, গাড়ির ড্রাইভারকে লাভের থেকে ১০০ টাকা করে দেওয়া হয়। তা ছাড়া বিভিন্ন সময় স্থানীয়দের দিয়েও ওই কাজ করানো হয়।
ভূমি দফতরের আধিকারিক বিপ্লব হালদার জানিয়েছেন, এই ভাবে বালি তোলা সম্পূর্ণ বেআইনি। যদি কেউ টাকার বিনিময়ে বালি বিক্রি করে থাকেন তা হলে সেটা চরম অপরাধ। তাঁর কথায়, ‘‘আমরা এইসব বাজেয়াপ্ত করে নিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। কারা এই টাকা নিচ্ছে, তাদের নামে লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।’’
Be the first to comment