শনিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল হলো মোট ৬৬টি ট্রেন

Spread the love

রাতের দুর্ভোগ কাটতে না কাটতেই ফের আজ সকাল থেকে শুরু হয়েছে চরম দুর্ভোগ ৷ নিত্যদিনের কাজে বেরিয়ে নাকাল যাত্রীরা ৷ সিগন্যাল মেরামতির জন্য শিয়ালদহ মেন শাখায় মোট ১৫৮টি ট্রেন বাতিলের ঘোষণা করেছিল পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ সেই মতো গতকাল থেকেই অনিয়মিত হয়ে পড়ে ট্রেন চলাচল ৷

রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইছাপুর-বারাকপুরের মাঝে অটো সিগনালিংয়ের কাজ শুরু হবে ৷ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চলবে কাজ ৷ সেই কারণেই বাতিল হবে বেশ কিছু ট্রেন ৷ আজ শিয়ালদহ ডিভিশনে বাতিল হয়েছে মোট ৬৬টি ট্রেন ৷ ব্যারাকপুর ও ইছাপুরের মধ্যে কিছু অংশে রয়েছে পুরনো ম্যানুয়াল সিগন্যালিংয়ের ব্যবস্থা ৷ সেই কারণে ওই অংশে কমে যায় ট্রেনের গতি ৷ রেলের তরফে খবর, ওই অংশে স্বয়ংক্রিয় সিগন্যালের কাজ করার জন্যই বাতিল করা হয়েছে একাধিক ট্রেন ৷ চারদিন ধরে চলবে এই কাজ ৷ অটো সিগন্যালের কাজ সম্পূর্ণ হয়ে গেলে অনেকটাই বেড়ে যাবে মেন শাখায় ট্রেনের গতি ৷ এতে উপকৃত হবে নিত্যযাত্রীরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*