যাত্রীসহ নেপালে ভেঙে পড়ল চপার, মৃত পাইলট ও ৫ যাত্রী

Spread the love
যাত্রীসহ নেপালে ভেঙে পড়ল চপার। শনিবার দুপুরে সেন্ট্রাল নেপালে পাইলট সহ ৭ জনকে নিয়ে ভেঙে পড়ে চপারটি। পাইলট এবং ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা গিয়েছেন বলে খবর। পরে এক মহিলা যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে ৬ জন যাত্রীকে নিয়ে উড়েছিলেন এই হেলিকপ্টার। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই কাঠমাণ্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব যোগাযোগ বিছিন্ন হয়ে যায় চপারটির। কিছুক্ষণ পরে দুর্ঘটনার খবর আসে এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসে।
এই দুর্ঘটনা নিয়ে প্রথমে কাঠমাণ্ডুর এয়ারপোর্ট জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রী জানিয়েছিলেন, ধাড়িং জেলায় একটি পাহাড়ি এলাকায় ওই ভেঙে পড়া হেলিকপ্টারের খোঁজ পাওয়া গিয়েছে৷ আকাশ এবং সড়কপথে দুভাবেই ওই ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আবহাওয়ার কারণে উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা রয়েছে৷ কিন্তু পরে উদ্ধারকারী দল পৌঁছায় ঘটনাস্থলে। এক মহিলাকে উদ্ধার করা সম্ভব হলেও পাইলট সহ বাকি ৬ যাত্রী মারা যান বলে জানা যায়৷ ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন ওই মহিলা যাত্রী।
প্রসঙ্গত, ২০১৬ সালে কাঠমাণ্ডুর ২২ কিলোমিটার উত্তরে একটি হেলিকপ্টার ভেঙে সাতজন প্রাণ হারিয়েছিল৷ ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধারকার্যের সময় ব্যবহৃত চপারগুলির সঙ্গেও এই ধরণের ঘটনা ঘটেছে একাধিকবার৷ অনেকের প্রাণও গিয়েছে৷ আর এই ধরণের ঘটনায় প্রশ্ন উঠছে নেপালের এয়ার সেফটির বিষয়টিতে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*