কুয়োর চারধারে রক্তের দাগ। ভিতরে উঁকি দিয়েই চমকে উঠলেন কনভেন্টের কর্মীরা। কুয়োর জলে ভাসছে ওই কনভেন্টেরই এক সন্ন্যাসিনীর দেহ।
ঘটনাটি কেরলের মাউন্ট টেবর কনভেন্টের। বছর চুয়ান্নর সন্ন্যাসিনী সুসান ম্য়াথেউর দেহ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পুলিশ জানিয়েছে, বর্ষীয়ান ওই সন্ন্যাসিনী আগে সেন্ট স্টিফেনস স্কুলে পড়াতেন। তিরুঅনন্তপুরম থেকে ৮০ কিলোমিটার দূরে কোল্লামের পাথানাপুরমে রয়েছে ওই স্কুল। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন, সেন্ট স্টিফেনস স্কুলের অনেকটাই দায়িত্ব ছিল সুসানের উপর। দীর্ঘ ১২ বছর ধরে সেখানে শিক্ষকতা করেন তিনি।
পরে সেন্ট স্টিফেন্স থেকে মাউন্ট টেবর কনভেন্টে চলে যান সুসান। এই স্কুল এবং কনভেন্ট মালঙ্কারা সিরিয়ান অর্থডক্স চার্চের অধীনে।
রবিবার সকাল ৯টা নাগাদ এই কনভেন্টের কর্মীরা প্রথম তাঁর দেহ জলে ভাসতে দেখে। কুয়োর চারপাশে রক্তের দাগ দেখে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে সন্ন্যাসিনীকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
Be the first to comment