পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার দায়ী নয়; জানালেন রবিশংকর প্রসাদ

Spread the love
সোমবার দুপুরে ভারত বনধের ছবিটা খানিক স্পষ্ট হওয়ার পরে দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তাঁর বক্তব্য, পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার দায়ী নয়। বিরোধীরা হিংসার মাধ্যমে সবকিছু বন্ধ করার চেষ্টা করছেন।  মানুষ তাঁদের ডাকে সাড়া দেয়নি।
কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের বক্তব্য, কেন্দ্রে মোদী সরকারের নীতি জনবিরোধী। তার জবাব দিতে গিয়ে এদিন রবিশংকর প্রসাদ বলেন, আমরা ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। গ্রামীণ আবাস যোজনায় ১ কোটি মানুষ উপকৃত হয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পেরও সুবিধা পেয়েছেন অনেকে।
বিরোধীদের সম্পর্কে তিনি বলেন, মানুষ তাদের ডাকা বনধে সাড়া দেয়নি। আমরা পাটনা, উজ্জয়িনী ও আরও নানা জায়গা থেকে হিংসার খবর পাচ্ছি। এসব নিন্দনীয়। বিরোধীরা বনধ সফল করার জন্য হিংসার আশ্রয় নিচ্ছেন। গণতন্ত্রের নিয়ম হল বন্‌ধে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও ওষুধের দোকানকে স্বাভাবিক কাজ করতে দেওয়া হবে । কিন্তু আমরা শুনেছি, বিহারের জেহানাবাদে বন্‌ধের জন্য হাসপাতালে যথাসময়ে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি । ফলে এক অসুস্থ শিশুকন্যার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কে নেবে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*