বনধ দিয়ে আন্দোলন শুরু করলে হয় না, বনধ শেষ অস্ত্রঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বনধ তাঁরা নাতিগতভাবে সমর্থন না করলেও বনধের ইস্যুকে সমর্থন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বনধ দিয়ে আন্দোলন শুরু করলে হয় না, বনধ শেষ । সোমবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল তৃণমূল। প্রতিবাদসভায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক ব্যানার্জি বলেন, কেন্দ্রে জনবিরোধী সরকার চলছে। তাঁর হুঁশিয়ারি, পেট্রোপণ্যের দাম না কমলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। একইসঙ্গে কংগ্রেসের ডাকা বনধকে যে বাংলার রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করায় তাদের ধন্যবাদ জানিয়েছেন। তৃণমূল বনধ সমর্থন না করলেও বিরোধীদের ইস্যুতে একমত। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, সাধারণ মানুষকে আচ্ছে দিনের যে স্বপ্ন মোদি সরকার দেখিয়েছিল তার আসল চেহারা ক্রমশ বেরিয়ে আসছে। গ্যাসে ভর্তুকি নিতে নিষেধ করেছিল মোদি সরকার। আজ গ্যাসের দাম আকাশ ছোঁয়া। বিজ্ঞাপনের উপর চলছে মোদি সরকার। বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে বলে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল মহাসচিব। পথসভায় ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্ররা। সভার আগে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*