মঙ্গলবার ভোরে গেঁওখালিতে ডুবে গেল বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ। বজবজ থেকে সোমবার রওনা দিয়েছিল জাহাজটি। জাহাজের ১০ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয় মৎস্যজীবীরা।
জানা গেছে, সিমেন্ট তৈরির জন্য ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশ যাচ্ছিল এম-বি সোম ৩ নামের জাহাজটি। মঙ্গলবার ভোররাতে গেঁওখালির ত্রিবেণীর কাছে জাহাজটির হুইলের চেন ছিঁড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বয়াতে ধাক্কা মারে জাহাজটি। এরপরেই কাত হয়ে মহিষাদলের বাদুরের চরায় আটকে যায়। সকালে জোয়ার এলে জাহাজ ডুবতে শুরু করে। তখন জাহাজে থাকা ১০ জন নাবিকের আর্ত চিৎকার শুনতে পান স্থানীয় মৎস্যজীবীরা। তারাই লঞ্চ নিয়ে গিয়ে ওই নাবিকদের উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষাদল ও সুতাহাটা থানার পুলিশ । জাহাজটি বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। নাবিকদের মধ্যে ন’ জনই বাংলাদেশি। জাহাজের ক্যাপ্টেন ভারতীয়। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানেই রয়েছেন তাঁরা।
Be the first to comment