গত এক মাসে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি পড়েছে ভারতীয় টাকার দাম

Spread the love

গত এক মাসে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি পড়েছে ভারতীয় টাকার দাম। পরিস্থিতি মোকাবিলার জন্য রিজার্ভ ব্যাঙ্ককে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ করতে বলেছে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনে অনাবাসী ভারতীয়দের জন্য ডিপোজিট স্কিমও খুলতে বলা হয়েছে।

চলতি বছরে ডলারের তুলনায় টাকার দাম কমেছে ১১.৬ শতাংশ। ২০১১ সালের পরে আর কখনও টাকার দাম এত পড়েনি। এর জন্য মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধিকে দায়ী করা হয়েছে। বিদেশ থেকে ডলার দিয়ে তেল কিনতে হয়। তেলের দাম বাড়লে ডলারের চাহিদা বাড়ে। তার ফলে কমতে থাকে টাকার দাম।

গত মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ৫৮০ কোটি ডলার বিক্রি করেছিল। জুন মাসে বিক্রি করেছে ৬১৮ কোটি ডলার। ডলারের এই বর্ধিত চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট । এর ফলে অর্থনীতির স্থিতাবস্থা নষ্ট হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*