এবছরের শেষেই বিধানসভা ভোট হবে রাজস্থানে। তার আগে মঙ্গলবার জয়পুরে বিজেপির কর্মীসভায়
দলের সভাপতি অমিত শাহ মন্তব্য করলেন, যাই ঘটুক, আমরা জিতব। উত্তরপ্রদেশে ভোটের আগে আখলাক কাণ্ড ঘটেছিল। অনেকে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরেও আমাদের জিততে অসুবিধা হয়নি।
অমিত শাহ এখানে দাদরির ঘটনার কথা বলতে চেয়েছেন। উত্তরপ্রদেশের দাদরি অঞ্চলে মহম্মদ আখলাক নামে এক ৫২ বছরের ব্যক্তিকে গোরক্ষকরা মেরে ফেলে। নানা মহল, বিশেষত সুশীল সমাজ থেকে তার ব্যাপক প্রতিবাদ হয়েছিল। বুদ্ধিজীবীদের একটি অংশ সরকারি খেতাব ফিরিয়ে দিয়েছিলেন।
একইভাবে রাজস্থানেও গত কয়েক বছরে গোরক্ষকদের হাতে বেশ কিছু লোক হতাহত হয়েছে। গত ডিসেম্বরে সেখানে লাভ জেহাদের নামে একজনকে পুড়িয়ে মারা হয়। জুলাই মাসে রাখবর খান নামে এক ব্যক্তিকে গোরক্ষকরা হত্যা করে। অমিত শাহ জয়পুরের কর্মীসম্মেলনে বলতে চেয়েছেন, এসব ঘটনা ভোটে কোনও প্রভাব ফেলবে না। বিজেপিই ভোটে জিতবে।
সোমবার বিজেপির জাতীয় পরিষদের বৈঠক শেষ হয়েছে। সেখানেও অমিত শাহ বলেছেন, আগামী ৫০ বছরের মধ্যে বিজেপিকে মুছে ফেলার সাধ্য কারও নেই।
Be the first to comment