রাজ্যে পেট্রোল, ডিজেলের ওপর লিটারে ১ টাকা কর কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে তিনি নিজেই এই ঘোষণা করেছেন। এর আগে রবিবারই রাজস্থান সরকার পেট্রোল-ডিজেলের ওপর আড়াই টাকা ভ্যাট কমিয়ে দিয়েছিল। নির্বাচনী প্রচারে গিয়ে এই কথা জানিয়েছিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরারাজে সিন্ধিয়া। সোমবার পেট্রোলের দর ২ টাকা কমিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারও। রাজস্থান সরকার ৪ শতাংশ ভ্যাট কমানোয় তাদের রাজস্ব ঘাটতি হবে প্রায় ২ হাজার কোটি টাকার। অন্ধ্রপ্রদেশের বাড়িত লোকসান হবে ১১২০ কোটি টাকা।
অন্যদিকে, মহারাষ্ট্রের পারভানিতে ৯০ পেরোল পেট্রোল। মঙ্গলবার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে লিটারে ১৪ পয়সা। দিল্লিতে পেট্রোল লিটারে হয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা, ডিজেল ৭২ টাকা ৯৭ পয়সা। কলকাতায় মঙ্গলবার পেট্রোল ৮৩ টাকা ৬১ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৬৮ পয়সা। মুম্বইয়ে পেট্রোল হয়েছে ৮৮ টাকা ২৬ পয়সা, ডিজেল ৭৭ টাকা ৪৭ পয়সা। টাকার দর পড়ে যাওয়ার সঙ্গে রোজই পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানির দর।
Be the first to comment