ফের ব্রিজ গেরোয় কলকাতা। এ বারের ঘটনা চেতলা ব্রিজে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আন্ডারপাসের ছাদের একটি অংশ। চাঙড় খসে পড়ে এক মহিলার জখম হওয়ার খবরও মিলেছে। ঘটনাস্থলে পৌঁছেছে কালীঘাট থানার পুলিশ।
ব্রিজের আন্ডারপাসে ছাদ কংক্রিটের। তার একটি অংশে সিমেন্ট করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সেই অংশটাই ভেঙে পড়েছে। এমনিতেই আন্ডারপাসের ওই অংশে ছোটখাটো সব্জির বাজার নিয়ে বসেন অনেকে। দিনভর মানুষের চলাচলও বিস্তর। মঙ্গলবার দুপুরের দিকে চাঙড় খসে পড়ে আহত হন এলাকারই এক মহিলা।
আহত মহিলার কথায়,”এখানে বসে দোকানদারি করছিলাম। রোজই করি। হঠাৎই ছাদের উপর থেকে চাঙড় ভেঙে আমার মাথায় পড়ে। ” মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর শহরের অন্য়ান্য ব্রিজ নিয়ে এমনিতেই আতঙ্কে রয়েছেন শহরবাসী। চেতলার এই ঘটনা সেই আতঙ্ককেই আরও বাড়িয়ে তুলেছে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাত্র এক বছর আগেই আন্ডারপাসের ছাদের ওই অংশে সিমেন্ট করা হয়েছে। তার মধ্যেই এই বিপর্যয়। তবে, অধিকাংশের দাবি, আন্ডারপাসের নীচে সব্জি বিক্রেতার বসতে মানা করে গিয়েছিল পুরসভার লোকজন। কিন্তু, সে কথায় কর্ণপাত না করেই ব্রিজের নীচে বসে বাজার। চলে কেনাকাটা। যে কোনও মুহূর্তে বড় কোনও বিপদ হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।
Be the first to comment