কোনও গ্রাহকের অ্যাকাউন্টে আর ক্যাশ জমা করতে পারবে না অন্য কেউ, সিদ্ধান্ত স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার

Spread the love

তাদের কোনও গ্রাহকের অ্যাকাউন্টে আর ক্যাশ জমা করতে পারবে না অন্য কেউ। এমনই সিদ্ধান্ত নিলে দেশের প্রধান ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

আত্মীয়ের অসুস্থতা অথবা নিছকই দূরে থাকা কোনও বন্ধু বা প্রিয়জনের জন্মদিনের গিফট – এতদিন অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিতেন অনেকেই। কিন্তু এইবার এসবিআই নতুন নিয়ম করে বন্ধ করে দিল সেই ক্যাশ জমা করার ব্যবস্থা। এখন থেকে কোনও অ্যাকাউন্টে ক্যাশ জমা দিতে পারবেন শুধু সেই অ্যাকাউন্টহোল্ডাররাই। এমনকি নিজের পরিবারে অন্য কারো অ্যাকাউন্টেও ক্যাশ জমা করা যাবে না আর।

আপনার অ্যাকাউন্টে ক্যাশ জমা করতে এখন থেকে যেতে হবে আপনাকেই। অন্য কাউকে পাঠালে তাঁকে দিতে হবে লিখিত অথারাইজেশন লেটার। তবে অনলাইনে ক্যাশ ডিপোজিট করা যাবে।
এসবিআই জানাচ্ছে, ব্যাঙ্ক আকাউন্টে নগদে জাল লেনদেন বন্ধ করতেই এই ব্যবস্থা। নোটবন্দীর সময় নাকি অনেকেই অন্যের অ্যাকাউন্টে ক্যাশ জমা করে এসেছিলেন। তার বেশির ভাগই ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য। এই সব নজরে আসার পরেই এই সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক।
তবে এর ফলে দেশের অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের যে অসুবিধা হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*