ডোকলাম নিয়ে ভারত ও চিনের বিরোধ মিটেছে বছরখানেক আগে। কিন্তু গত অগাস্ট মাসে ফের তিনবার সীমানা লঙ্ঘন করে এদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিল চিনের পিপলস লিবারেশন আর্মি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় বরাহতি গ্রাম পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল । জায়গাটি সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চার কিলোমিটার দূরে।
গত বছরের জুলাই মাসেও চিনা সৈনিকরা বরাহতি গ্রাম পর্যন্ত ঢুকে আসে। ২০১৩, ২০১৪ সালে বেশ কয়েকবার তারা আকাশপথে সীমানা লঙ্ঘন করে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছিল। তার পরেই ঢুকেছিল পদাতিক সেনা। ভারতের সেনাবাহিনীর নর্দার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং আগে বলেছিলেন, যেখানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে চিনের সঙ্গে আমাদের মতবিরোধ আছে, সেখানেই এমন অনুপ্রবেশ ঘটে।
ভারত ও চিনের সীমান্তে ৪ হাজার ৫৭ কিলোমিটার জুড়ে রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা। এই অঞ্চলে রয়েছে হিমবাহ, তুষারে ঢাকা বিস্তীর্ণ অঞ্চল, পর্বত ও নদী।
Be the first to comment