অনলাইনে ছড়াচ্ছে মোমো গেম। তার পাল্লায় পড়লেই বাচ্চার বিপদ। সেই বিপদ থেকে ছোট ছেলেমেয়েদের বাঁচাতে বাবা-মায়েদের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। তাতে প্রথমেই বলা আছে, বাচ্চা ওই বিপজ্জনক গেম খেলেছে কিনা নজর রাখুন।
কীভাবে শিশুদের ওই খেলা থেকে দূরে রাখা যাবে? সরকার বাবা-মায়েদের বলছে, যদি আপনার সন্তান মোমো গেমের নাম না জানে, তা হলে তার সামনে ওই খেলার কথা উল্লেখ করবেন না। নয়তো আপনাদের কাছে শুনে সে হয়তো কম্পিউটারে মোমোর খোঁজ করবে।
দ্বিতীয়ত, আপনার বাচ্চা মোবাইলে বা কম্পিউটারে কী খেলেছে, সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে চ্যাট করছে সেদিকে নজর রাখুন। হঠাৎ যদি দেখেন আপনার সন্তানের মোবাইলে অথবা কম্পিউটারে অনেক নতুন নম্বর বা ই-মেল আইডি ভেসে উঠছে তাহলে সতর্ক হোন। মোবাইলে ও কম্পিউটারে নজর রাখার জন্য আজকাল ভালো অ্যাপ পাওয়া যায়। প্রয়োজনে সেগুলি ব্যবহার করুন। বাচ্চার স্কুলে যে মনস্তত্ববিদ আছেন, তাঁর থেকে নিয়মিত রিপোর্ট নিন।
মোমো হল এক ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট । হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউবে মোমোর ইমেজ দেখা যায়। ওই ছবি দেখে বাচ্চাদের কৌতূহল জাগে। তাদের মোমোর নম্বরে যোগাযোগ করতে বলা হয়। একবার যোগাযোগ করলে তাদের এমন কিছু কাজ করতে বলা হয় যাতে শরীরের ক্ষতি হতে পারে। সব শেষে তাদের আত্মহত্যা করতে বলা হয়।
Be the first to comment