মঙ্গলবার বিদেশ থেকে একটি ভিডিও পাঠিয়ে পিএনবি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বুধবার তাঁর আর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে তিনি বলেছেন, সরকার তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তাঁর কোম্পানিতে যে কর্মীরা কাজ করতেন তাঁরা এর ফলে বিপদে পড়েছেন।
তাঁর কথায়, আমার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি আতঙ্কে আছি। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমি যে পণ্যদ্রব্যের ব্যবসা করতাম তাও কেড়ে নেওয়া হয়েছে। আমি চিকিৎসা করানোর জন্য আমেরিকায় গিয়েছিলাম। তার মধ্যেই এসব হয়েছে।
ভাগ্নে নীরব মোদীর সঙ্গে গত জানুয়ারিতে দেশত্যাগ করেছেন মেহুল চোকসি। তিনি অ্যান্টিগুয়া-বারবিডুয়া নামে এক দেশের নাগরিকত্ব নিয়েছেন।
তাঁর বক্তব্য, আমাকে ভারত সরকার দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলেছে। কেন আমি বিপজ্জনক সেকথা বলা হয়নি। তাই আমার পাসপোর্ট স্যারেন্ডার করছি না।
সব শেষে তিনি বলেছেন, আমার কোম্পানি গীতাঞ্জলি জুয়েলার্সে ছয় হাজার কর্মী কাজ করতেন। তাঁরা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমি কয়েকজন প্রতিবন্ধীকে চাকরি দিয়েছিলাম। তাঁদের কী হবে? আমার অংশীদারদের কী হবে ? একদিনেই আমার কোম্পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন এসব কথা কেউ ভাবেনি।
Be the first to comment