প্রসঙ্গত, সোমবার BJP-র বাইক মিছিল কাঁথি থানার সাতমাইল বাজার থেকে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জনমঙ্গল সমিতি প্রেক্ষাগৃহে পৌঁছায়। সেখানেই BJP-র দলীয় বৈঠক ছিল। দিলীপ ঘোষ প্রেক্ষাগৃহে ঢোকার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকজনের মধ্যে শুরু হয় বচসা। এরমধ্যেই প্রেক্ষাগৃহ চত্বরে শুরু হয় ইটবৃষ্টি। ইটের আঘাতে তিনজন আক্রান্ত হন। ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের গাড়ি। বেশ কয়েকটি বাইকও ভাঙা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে আইসি সুনয়ন বসুর নেতৃত্বে ঘটনাস্থানে পৌঁছায় কাঁথি থানার পুলিশ, পৌঁছায় কমব্যাট ফোর্স। ঘটনাস্থানে পৌঁছান SDPO পার্থ ঘোষ। আসেন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ।
Be the first to comment