ISRO-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-সিরিজের C-42 রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয়েছে ব্রিটেনের দু’টি উপগ্রহকে। দু’টি উপগ্রহের মোট ওজন ৮৮৯ কিলোগ্রাম। ব্রিটেনের দু’টি উপগ্রহকে মহাকাশে পাঠানোর জন্য ISRO-র বাণিজ্যিক শাখা অ্যানট্রিক্স কর্পোরেশন লিমিটেডের সঙ্গে চুক্তি হয় ব্রিটেনের সারে স্যাটেলাইট টেকনোলজি লিমিটেডের।
Be the first to comment