ছেলের মৃত্যু সংবাদ পেয়ে দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিজের বাড়িতে ফিরেছিলেন টেরিটোরিয়াল আর্মির জওয়ান মুখতার আহমেদ মালিক। কিন্তু এটাই যে তাঁর শেষ ফেরা হবে তা বোধহয় নিজেও ভাবেননি মুখতার। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তিনি।
বাড়ির ছেলের মৃত্যুতে শোকগ্রস্ত ছিলেন গোটা পরিবার। আর সেই সুযোগেই জঙ্গিরা জোর করে ঢুকে পড়ে মুখতার আহমেদ মালিকের বাড়িতে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুখতারের উপর পরপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় কুলগামের একটি হাসপাতালে ভর্তি করা হয় ওই সেনা জওয়ানকে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় বছর তেতাল্লিশের মুখতার আহমেদ মালিকের।
সোমবার উপত্যকায় ছিল বন্ধ। সম্প্রতি কুলগামে এনকাউন্টারে খতম হয় ৫ জঙ্গি। যদিও বিচ্ছিন্নতাবাদীদের মতে এরা সবাই সাধারণ মানুষ। এদের হত্যার প্রতিবাদে তাই এ দিন বন্ধ ছিল দক্ষিণ কাশ্মীরে। এরই মধ্যে আর্মি জওয়ানের বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করেছে জঙ্গিরা। স্বভাবতই আপাতত কুলগামে পরিস্থিতি যথেষ্ট গুরুতর। অশান্তি এড়ানোর জন্য ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি হয়েছে কুলগামে।
Be the first to comment