মাঝেরহাটের সেতু ভঙ্গের জেরে টেন্ডার প্রক্রিয়ার খোলনলচে বদল করতে চলেছে রাজ্য সরকার। গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে পষ্টাপষ্টি বলে দিয়েছে কোন কোন দফতর কীভাবে টেন্ডার ডাকবে।
অর্থ দফতরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ত দফতর সহ যে যে দফতরের নিজস্ব টেন্ডার বিভাগ আছে তারা ছাড়া অন্য দফতরের টেন্ডারের জন্য গঠন করতে হবে কিমিটি। ওই কমিটি কাদের নিয়ে গঠিত হবে তাও স্পষ্ট করে দিয়েছে অর্থ দফতর। বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতরের যুগ্ম সচিব বা তদূর্ধ পদমর্যাদার কোনও আমলা, সঠিক অভিজ্ঞতা সম্পন্ন একজন টেকনিক্যাল আধিকারিক, একজন অর্থনৈতিক উপদেষ্টা এবং দফতর সচিবের পক্ষেএকজন আধিকারিক।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইপাওয়ার কমিটির রিপোর্ট পাওয়ার পর জানিয়ে দিয়েছিলেন দায় রয়েছে পূর্ত দফতরেরও। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছিলেন, কয়েকজন অফিসারের মধ্যে ফাইল চালাচালিতে সময় গেছে। এতে পূর্তমন্ত্রীর কোনও দায় নেই।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০টি ব্রিজ বিপজ্জনক হয়ে রয়েছে। পুলিশ প্রশাসনও ওই ব্রিজগুলিতে বড় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। পূর্ত দফতরের তরফেও লাগানো হবে হাইটবার। যাতে উঁচু গাড়ি কোনওভাবেই না উঠতে পারে। এর মধ্যেই আবার পূর্ত দফতর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের নির্দেশ দিয়েছে ২৮ সেপ্টেম্বরের ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’ ব্রিজের তালিকা জমা দিতে। সূত্রের খবর এরমধ্যে বেশ কিছু কলকাতা শহরের। তালিকা জমা পড়ার পর ওই ব্রিজগুলিতে যান চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে প্রশাসন। ফলে পুজোর কলকাতায় এ বার চরম যান জটের চরম আশঙ্কা করছেন অনেকে।
Be the first to comment