অসুস্থ হয়ে দিল্লির এআইআইএমএস-এ ভর্তি হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। এর ফলে গোয়ায় বিজেপির জোট সরকার টলমল। সুযোগ বুঝে বিজেপির শরিকদের পক্ষে এনে সরকার গড়তে চায় কংগ্রেস। শরিকরা যাতে বিজেপির পক্ষেই থাকে, সেজন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন দলের সভাপতি অমিত শাহ।
২০১৭ সালে গোয়ায় বিধানসভা ভোট হয়। ৪০ আসনবিশিষ্ট বিধানসভায় বিজেপি পেয়েছিল ১৪টি আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ও গোয়া ফরোয়ার্ড পার্টির সঙ্গে জোট বেঁধে বিজেপি ক্ষমতায় আসে।
৬২ বছরের পারিক্কর গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের আরও কয়েকজন বড় নেতাও অসুস্থ। বিজেপিতে এখন প্রশাসনের হাল ধরার মতো নেতা নেই। হাসপাতালে ভর্তি হওয়ার আগে পারিক্কর মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সুধীন ধাওয়ালকরকে অস্থায়ী মুখ্যমন্ত্রী হিসাবে কাজ চালাতে বলেন। কিন্তু গোয়া ফরোয়ার্ড পার্টি তাতে রাজি হয়নি। সেই দলের নেতা বিজয় সরদেশাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত।
গত সোমবার কংগ্রেস রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গড়ার দাবি জানায় । তাদের বক্তব্য, প্রশাসন একেবারে ভেঙে পড়েছে। সরকার গড়ার মতো উপযুক্ত সংখ্যক বিধায়কও আছে তাদের হাতে। পাছে বিজেপি সরকার ভেঙে ফের ভোটের দাবি করে, তাই কংগ্রেস আগেভাগে বলে রেখেছে, মাত্র দেড় বছরের মাথায় ফের ভোট হলে রাজ্যের আর্থিক ক্ষতি হবে।
Be the first to comment