পঞ্চম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া নিয়ে যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ৷ স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত পঞ্চম শ্রেণিতে ভরতি নেওয়া হবে লটারির মাধ্যমে ৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধেই স্কুলের সামনের রাস্তায় প্রতিবাদে বসেন অভিভাবকরা ৷ তাঁদের দাবি, পঞ্চম শ্রেণিতে সরাসরি ভরতি নিতে হবে ৷ অভিভাবকদের বিক্ষোভের জেরে যাদবপুর থানা থেকে এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত অবরোধ চলে কিছুক্ষণ ৷ পরে পুলিস এসে অবরোধ তুলে দেয় ৷
মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ৩ সপ্তাহের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে ৷ মণিকা রায়ের মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷
যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, ভর্তির নোটিস থেকে বিভ্রান্তি ছড়িয়েছে. অভিভাবকরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিক্ষোভ দেখিয়েছেন।
Be the first to comment