বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে নিজেই ঘটালেন বিপত্তি, নিন্দার ঝড় সব মহলেই

Spread the love
প্রতিবাদ করতে গিয়ে নিজেই ঘটালেন বিপত্তি। হরিয়ানার বিজেপি সরকারের সমালোচনা করতে গিয়ে আম আদমি পার্টির নেতা এমন বক্তৃতা করলেন, যা নিয়েই উঠে গেল প্রতিবাদের ঝড়।
হরিয়ানায় সিবিএসই পরীক্ষায় প্রথম হওয়া ছাত্রীর গণধর্ষিতা হওয়ার পর সরকারের তরফে দু’লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক পাঠানো হয়েছিল। পত্রপাট সেই চেক ফিরিয়ে দিয়েছিলেন নির্যাতিতার মা। এই প্রসঙ্গে বলতে গিয়েই হরিয়ানার আপ বিধায়ক নবীন জয়হিন্দ বলেন, “বিশ লাখ টাকা দেব। কোনও বিজেপি নেত্রী কি গণধর্ষিতা হবেন?”
এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে। মনোহরলাল খট্টর সরকারকে বিঁধতে গিয়ে বিপাকে অরবিন্দ কেরিওয়ালের দল। গত বুধবার হরিয়ানায় ওই কৃতী ছাত্রীকে কোচিং থেকে ফেরার সময় গণধর্ষণের শিকার হতে হয়। জয়হিন্দের তোপ, “হরিয়ানায় কৌরবদের দুঃশাসন চলছে। যেখানে মহিলারা দ্রৌপদী আর রাজ্যের মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্র।
পর্যবেক্ষকদের মতে, ধর্ষণের ঘটনায় চাপে পড়ে গেছিল বিজেপি। আপ নেতার বক্তব্য আবার তাদের কথা বলার জায়গা করে দিল। জয়হিন্দের বক্তৃতা নিয়ে পাল্টা সরব হয়েছে গেরুয়াবাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*