মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অশালীন ছবি বানিয়ে ফেসবুকে শেয়ার করার অভিযোগে গ্রেফতার এক যুবক৷ ধৃত বাবুয়া ঘোষ পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার শৌলা গ্রামের বিজেপি কর্মী বলে পরিচিত৷ ঘটনায় আরেক অভিযুক্ত আদিত্য’র খোঁজ শুরু করেছে পুলিশ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে বেশ কিছু অশালীন মন্তব্য করেন বাবুয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি বলেন, ‘ একজন পুরুষের বিয়ে না হলে সে পাগল হয়ে যেতে পারে। কিন্তু একজন মহিলার বিয়ে না হলে যে কী হতে পারে তা পশ্চিমবঙ্গের মানুষ টের পাচ্ছে।’ এছাড়া অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবির সঙ্গে প্রতিবেশী রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ছবিকে বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন বাবুয়া ৷
সেটি দেখা মাত্র প্রতিবাদ জানায় তৃণমূল কর্মী, সমর্থকরা৷ অভিযুক্তদের ধরতে তৎপর হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ৷ মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। বুধবার বাবুয়াকে আদালতে পেশ করা হবে।
সেটি দেখা মাত্র প্রতিবাদ জানায় তৃণমূল কর্মী, সমর্থকরা৷ অভিযুক্তদের ধরতে তৎপর হয় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ৷ মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে। বুধবার বাবুয়াকে আদালতে পেশ করা হবে।
এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক অভিসন্ধি’ বলে অভিযোগ গেরুয়া শিবিরের৷ ছবি বিকৃতির দায়ে দলীয় কর্মী গ্রেফতারের পর শাসক ও পুলিশের সমালোচনায় সরব হন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সমিত দাস৷ তিনি বলেন, এই ধরণের ছবি নরেন্দ্র মোদীকে নিয়েও বানানো হয় বাংলায়। সেক্ষেত্রে কোনও তৃণমূল কর্মীকে তো আটক করা হয় না।
Be the first to comment