আরএসএস সবসময় বলেছে, জাতীয় স্বার্থে কাজ করুন; মন্তব্য মোহন ভাগবতের

Spread the love
আরএসএস কখনও স্বয়ংসেবকদের কোনও দলের হয়ে কাজ করতে বলেনি। সবসময় বলেছে, জাতীয় স্বার্থে কাজ করুন। এই বলে বিজেপির থেকে দূরত্ব তৈরি করতে চাইলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আরএসএসের তিন দিনের সম্মেলনের দ্বিতীয় দিন, মঙ্গলবার তিনি ভাষণে একথা বলেন।
এর আগে নানা মহল থেকে বলা হয়েছে, বিজেপি কোন পথে চলবে তা আরএসএস ঠিক করে দেয়। বিজেপির শীর্ষ নেতৃত্বের অনেকে, এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় স্বয়ংসেবক ছিলেন। কিন্তু মোহন ভাগবত বলেন, অনেকে ভাবেন, আমরা একটি বিশেষ দলকে পরিচালনা। করি  কিন্তু আমি বলতে চাই, আরএসএস রাজনীতি করে না। তবে জাতীয় স্বার্থের নানা বিষয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আরএসএস মনে করে সরকারের সংবিধান মেনে চলা উচিত। তা যদি না হয় তাহলে ভুল করা হবে।
বিরোধীরা অভিযোগ করেন, বিজেপি তথা আরএসএস হিন্দুরাষ্ট্র বানাতে চায়। তারা সংবিধানকে মান্য করে না।  মোহন ভাগবত পরোক্ষে সেই অভিযোগেরই জবাব দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*