এ যেন ম্যারাথন!
শীত ঘুম কাটিয়ে সিবিআই সারদা কাণ্ডে সিবিআই যেভাবে জেরা শুরু করেছে তাতে ঘুম ছুটেছে অনেকেরই। কুণাল ঘোষ, শিবাজী পাঁজা, দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের পর বুধবার সিজিও কমপ্লেক্সে ফাইল হাতে আসতে হলো একদা মুকুল ঘনিষ্ঠ আসিফ খানকে। শুধু তো রাজনৈতিক মহল নয়, সারদা তদন্তে সিবিআই যেভাবে গা ঝাড়া দিয়েছে, তাতে আমলা মহলে আতঙ্ক, এর পর কে?
এ দিন অফিস আওয়ার্স শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দুধ সাদা ইনোভা গাড়ি চেপে সিজিও-তে চলে আসেন আসিফ। ঘণ্টা দুয়েক ভিতরে থাকার পর আবার বেরিয়ে যান। বেরনোর সময় সাংবাদিকদের বলেন, “আমি বাড়িতে ভাত খেতে যাচ্ছি। আবার আসব বিকেলে।”
কিন্তু কেন তাঁকে ডাকা হয়েছিল?
এই প্রশ্নের উত্তরে নিজাম প্যালেসে মুকুলের সঙ্গে রাত-দিন কাটানো আসিফ সাফ জানিয়ে দেন, “ আমার পরিচয় আমি মুকুল রায়ের সঙ্গে থাকতাম। এ ছাড়া আমার আর কোনও সংযোগ নেই। অন্তত আমার জানা নেই। একটা তদন্ত চলছে। সেখানে যদি ওই সম্পর্কিত (পড়ুন মুকুল রায়ের সঙ্গে থাকার ব্যাপারে) কিছু সাহায্য আমি করতে পারি তাহলে নিশ্চই করব।”
এর আগে সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আসিফ। যদিও সিবিআই নয়, তাঁকে গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেট। তাঁর কাছে জানতে চাওয়া হয় তদন্তকারী অফিসাররা কোনও কাগজপত্র চেয়েছেন কিনা। আসিফের উত্তর, “এটা আমি পাঁচটার সময় বলব।”
পর্যবেক্ষকদের মতে, এখন যা হচ্ছে সব ওয়ার্ম আপ। আসল খেলা হবে পুজোর পর। এক বিজেপি নেতার কথায়, “বাংলায় হিম পড়তে শুরু করলেই হাড় হিম হবে তৃণমূলের।” এখন দেখার সেকেন্ড হাফের জেরা থেকে বেরিয়ে মুকুল ঘনিষ্ঠ আসিফ ঠিক কী বলেন।
Be the first to comment