অসমে জাতীয় নাগরিক পঞ্জী প্রকাশ হয়েছে। তাই নিয়ে দেশ জুড়ে ঝড় বয়ে গেছে বিতর্কের। অনুপ্রবেশকারীর তকমা নিয়েও নানা মহলে উঠেছে নানা বিতর্ক। এরই মধ্যে পশ্চিমবঙ্গেও প্রয়োজনে জাতীয় নাগরিক পঞ্জী প্রকাশ হবে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বুধবার হাবড়ার বাণীপুরে দলের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে দিলীপবাবু বলেন, “বাংলায় এক কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারি রয়েছে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের নির্দেশে এখানেও এনআরসি হবে ।”
গত ৩০ শে অগস্ট অসমে জাতীয় নাগরিক পঞ্জী প্রকাশ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় গোটা অসমজুড়ে জারি করা হয়েছিল কড়া সতর্কতা। সাতটি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। তবে আশঙ্কা থাকলেও তেমন কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
১৯৭১ সালের ২৪শে মার্চের পরে যারা এসেছেন তাঁদের নাম বাদ পড়ে এনআরসি তালিকা থেকে। প্রাথমিক তালিকায় অসমের ৩ কোটি ২৯ লক্ষ নাগরিকের মধ্যে এনআরসিতে ঠাঁই হয় ২ কোটি ৮৯ লক্ষ মানুষের নাম। তবে পরে অবশ্য সংশোধিত আরও কয়েকটি তালিকা বের হয়।
এই এনআরসি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও এ বার বাংলাতেও প্রয়োজনে এনআরসি হবে বলে জানালেন দিলীপবাবু। একই সঙ্গে যে কোনও দলের নেতা-কর্মীরা চাইলে বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জানিয়ে রাখলেন তিনি। বললেন, ’’যে কোনও দলের নেতা হোক, বা কর্মী, চাইলেই আমরা তাঁদের শেল্টার দেব । দিচ্ছিও । চাইলে তাঁরা আমাদের ঝান্ডার নিচে কাজ করতেই পারেন। ’’
Be the first to comment