ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড় তিতলির ভয়াবহতা । তিতলির তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে মৃত ৮ । সর্বাধিক ক্ষতিগ্রস্ত শ্রীকাকুলাম । অন্ধ্র-ওড়িশার উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে অতিরিক্ত সতর্কতা । বৃহস্পতিবার সকালেই ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুরের সমুদ্রতটে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘তিতলি’ । ভোর পাঁচটা নাগাদই ওড়িশায় শুরু হয় ঘূর্ণিঝড় । অন্ধ্র-প্রদেশের পালাসা উপকূলেও আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় । বাতাসের গতিবেগ প্রায় ১৪০-১৫০/ ঘন্টা ।
ভয়াবহ ঘূর্ণিঝড় তিতলির শিকার হয়েছেন দুজন । অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে সাইক্লোনে প্রাণ হারালেন দু’জন । পালাসার নিকটবর্তী সারুবুজ্জিলিতে গাছ পড়ে মারা গিয়েছেন দু’জন ।
আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী ওড়িশার গোপালপুরে বাতাসের গতিবেগ ঘন্টা প্রতি ১২৬কি.মি. । কলিঙ্গপট্টানামে বাতাসের গতিবেগ প্রায় ৫৬ কি.মি/ ঘন্টা । ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যেই ব্যহত হয়েছে বিদ্যুত সরবরাহ । গোপালপুর ও বেহরামপুর সহ বেশ কয়েকটি জায়গায় বিপর্যস্ত হয়েছে সড়ক পরিবহণ ব্যবস্থা ।
Be the first to comment