স্বপ্নের জগৎে বাধা হয়ে দাঁড়িয়েছিলো পরিবার; বাবা-মা-বোনকে খুন করলো যুবক

Spread the love

বারো ক্লাসের পরীক্ষা দেয়নি। পড়াশোনার নামগন্ধ নেই। ঘুরে বেড়াত নাইটক্লাব আর ডিস্কোথেকে। তাতে বাধা দিতে গিয়ে ১৯ বছরের সূরজ ওরফে সরনাম শর্মার হাতে খুন হলেন তার বাবা, মা আর বোন। দিল্লির বসন্তকুঞ্জ এলাকার ঘটনা। পুলিশ জানাচ্ছে, সূরজ তার বাবা মিথিলেশ, মা সিয়া আর বোনকে বুধবার ভোরে খুন করে। তারপর জায়গাটাকে এমনভাবে তছনছ করে দেয় যেন কেউ ডাকাতি করতে এসেছিল। সূরজের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা যাচ্ছে, সে বন্ধুদের সঙ্গে নাইটক্লাব, হুক্কাবারে যাওয়া নিয়ে কথা বলছে।

মিথিলেশ পেশায় ঠিকাদার। গুরগাঁওয়ে একটি সিভিল ইঞ্জিনয়ারিং কলেজে তিনি সূরজকে ভর্তি করেছিলেন। ১৫ আগস্ট মিথিলেশ ছেলেকে মারধোর করেন। সেইদিনই বাবা-মাকে খুনের পরিকল্পনা করে সে। মঙ্গলবার ২০০ টাকায় সে কাঁটি আর ছুরি কেনে। বাবা,মা ঘুমিয়ে পড়তে বাবাকে ছুরি মারে। শব্দে বোন জেগে উঠলে তাকেও খুন করে। খুন করে মাকেও। এর আগেও সে অপহরণের নাটক করেছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*