সংরক্ষণ নিয়ে বিরোধিতা। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দিকে চপ্পল ছুঁড়ে ধৃত এক ছাত্র। তবে তাক ফসকে যাওয়ায় মুখ্যমন্ত্রী গায়ে লাগেনি। কয়েক ফুট দূড়ে গিয়ে পড়ে। অভিযুক্তের নাম চন্দন কুমার তিওয়ারি।
জানা গেছে, বিহারের সাভগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। আরও অন্যান্য কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন সেখানে। সেসময় ভিড়ের মধ্যে থেকে চপ্পল ছুঁড়ে মারে চন্দন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরাও। দ্রুত তাকে আটক করা হয়। যদিও তার আগেই চন্দনকে পাকড়াও করে জনতা দল ইউনাইটেডের সমর্থকরা। চলে মারধোর। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। চন্দনের দাবি, এনডিএর সংরক্ষণ নীতির বিরোধিতা করেই তার প্রতিবাদ।
Be the first to comment